ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দুই কেন্দ্রের ফল : আ.লীগ ৭৭৭, বিএনপি ৭১০

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

খুলনা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে ইভিএম পদ্ধতিতে নেওয়া দু’টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছেন। মেয়র পদে সামান্য ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

যে দু’টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত খুলনার নির্বাচন কমিশন কার্যলয় থেকে দেওয়া হয়েছে সেগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এ দুই কেন্দ্রের ফলাফল অনুযায়ী তালুকদার আব্দুল খালেক ৭৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি পেয়েছেন ৭১০ ভোট।

এবারের খুলনা সিটি নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি। এগুলোর মধ্যে ৩টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

//এস এইচ এস// এআর