পুঁজিবাজারের সব খবর
লেনদেন সামান্য বাড়লেও সূচকের পতন অব্যাহত
প্রকাশিত : ১০:৩১ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার
লেনদেন কিছুটা বেড়েছে। তবে সূচকের পতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। এ নিয়ে টানা ১০ কার্যদিবস কমলো ডিএসইর সূচক। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির, আর ৫৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৮টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
শেয়ার কেনার ঘোষণা
সাউথইস্ট ব্যাংকের একজন পরিচালক ৩ লাখ ৫০ হাজার এবং এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তারা এই শেয়ার কিনবেন।
শেয়ার বিক্রির ঘোষণা
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন।
বার্জার পেইন্টস
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সভায় ৩১শে মার্চ ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
স্পট মার্কেটের খবর
ইস্টার্ন ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যরেন্স, বিডি ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।
স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর ১৬ মে ফারইস্ট ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। আগের কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল।
আরকে//