ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিষমুক্ত আম বাজারজাতকরণে উদ্যোগ (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৬ মে ২০১৮ বুধবার

বিষমুক্ত আম বাজারজাতকরণে উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এবার গাছ থেকে আম সংগ্রহ করতে পাঁচস্তরে সময় বেঁধে দেয়া হয়েছে। আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। সে অনুযায়ী ২০ মে’র আগে বাজারজাত হবে না রাজশাহীর আম।

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গোপালভোগ জাতের আম বাজারজাত করা যাবে ২০ মে। হিমসাগর, ক্ষিরসাপাত ও লক্ষণভোগ পহেলা জুন আর ল্যাংড়া বাজারে আসবে ৬ জুন থেকে। আম্রপালি ও ফজলি ১৬ জুন এবং আশ্বিনা জাতের আম পাড়া যাবে ১ জুলাইয়ের পর। বিষমুক্ত  আম বাজারজাত করতেই প্রশাসনের এ সিদ্ধান্ত।

তবে চাষিরা বলছেন, গাছই বলে দেবে সঠিক সময়।

গত কয়েক বছর ধরেই আম পাড়ার সময় বেঁধে দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকতা।

সময়মত আম পাড়া নিশ্চিত করতে তিনজন নির্বাহী ম্যাজিস্টেটকে দায়িত্ব দেয়া হয়েছে। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশরে একটি অস্থায়ী অফিসও খোলা হয়েছে।

চাষি ও ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনী কাজ করবে বলেও জানান জেলা প্রশাসক।