ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার

প্লাাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল ও পাদুকার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন বেলাল বলেন, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র ও প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রীর উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলেও শুধুমাত্র পাদুকা তৈরীর কাজে ব্যবহৃত রাবার ও প্লাস্টিকের উপর ভ্যাট আরোপ বৈষম্যমূলক। এমনটা বজায় থাকলে এই শিল্পটি অচিরেই বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি। এসময় তিনি এই বিষয়টি আবারো বিবেচনার জন্য অনুরোধ করেন।