ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

টনিক ও ইউপে’র চুক্তিস্বাক্ষর, লাভবান হবে ২৫ হাজার গ্রাহক

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

ইউপে সেবা ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক মোবাইল ভিত্তিক অ্যাপ টনিক থেকে বিভিন্ন সুবিধা পাবে এর গ্রাহকেরা। এ লক্ষ্যে টনিকের মালিকানা প্রতিষ্ঠান টেলিনর হেলথ ও ইউপে’র সেবাদানকারী ব্যাংক ইউনাইটেদ কমার্শিয়াল ব্যাংকের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ বুধবার প্রতিষ্ঠানটির দুইটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ.ই.এ মুহাইমেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, পবিত্র রমজান মাসে ইউপে’তে সর্বনিম্ন ৫শ’ টাকা লেনদেন করলেই জন্য টনিক ব্যবহারকারীরা আকর্ষণীয় অফার পাবেন। এ অফারের মাধ্যমে তারা বিনামূল্যে ৬ মাসের টনিকের সেবা গ্রহণের সুযোগ পাবেন পাশাপাশি, লাইফস্টাইল ও ওয়েলনেস পার্টনার বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় নানা সুবিধা নিতে পারবেন।

//এস এইচ এস//