নিজের মূল নম্বর ঠিক রেখে, অন্য মোবাইল অপারেটরের সেবা নিতে পারবে গ্রাহকরা
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৪১ পিএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার
মোবাইল ফোন গ্রাহকরা চাইলে আগামীতে নিজের মূল নম্বর ঠিক রেখে, অন্য মোবাইল অপারেটরের সেবা নিতে পারবে। সংবাদ সম্মেলনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবা’র গাইড লাইন অনুমোদনের খবর দিলেন, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। নিলামের মাধ্যমে, পৃথক একটি প্রতিষ্ঠানকে এই সেবা দেওয়ার দ্বায়িত্ব দেওয়া হবে, চলতি বছরের ২১শে সেপ্টেম্বর।
মোবাইল গ্রাহকদের উন্নত, সেবা পাওয়া নিশ্চিত করতে, গ্রাহকদের অপারেটর পাল্টানোর সুযোগ রাখতে, সরকারের অপারেটরদের প্রতি নির্দেশনা ছিল অনেক আগে থেকেই। কয়েক বছর পেরিয়ে গেলেও সাড়া না পাওয়ায়, এবার পৃথক কোম্পানীকে দিয়ে, এই সেবা দিতে যাচ্ছে বিটিআরসি।
এখন থেকে, দেশে চালু থাকা ১৩ কোটি ১৯ লাখ মোবাইল গ্রাহক, পছন্দমত ৬টি অপারেটরের মধ্যে যেকাউকে বেছে নেওয়ার সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন বিটিআরসির চেয়ারম্যান। প্রক্রিয়াটি শুরু হলে, অপারেটরদের ভালো সেবা দেওয়ার প্রতিযোগিতা আরো বাড়বে, আশাবাদ তার।
সেবা দেওয়ার লাইসেন্স পেতে, প্রতিষ্ঠানের থাকতে হবে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা এবং দেশি-বিদেশী যৌথ অংশীদারিত্ব। যেখানে, বিদেশী বিনিয়োগ, থাকবে সর্বোচ্চ ৫১ ভাগ।
আগামী ২১ শে সেপ্টেম্বর হবে নিলাম। ১৫ বছরের জন্যে, লাইসেন্স পাবে সেবাদানকারী প্রতিষ্ঠান।