ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রমজানে পণ্যবাহী গাড়ি হয়রানি করবে না পুলিশ [ভিডিও]  

প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

রমজানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি অহেতুক হয়রানি না করার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 

ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে পুলিশ জানায়, রমজানে যানজট ও ক্রেতাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

রমজানে নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতি, অসহনীয় যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

সভায় পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও ভোক্তা অধিকারের নেতারা উপস্থিত ছিলেন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।

অন্যদিকে রমজানে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান ভোক্তারা।

সভায় অংশ নিয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ-উল-হাসান বলেন, রমজানে যানজট ও ক্রেতাদের নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দেবে সিএমপি। 

রমজানে বাজারে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।

সভায় ভেজাল ও পচা খাবার বিক্রি বন্ধে প্রশাসনের পশাপাশি ব্যবসায়ী নেতাদের সহযোগীতা করার আহ্বান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। 

এসি