রমজানে পুঁজিবাজার শুরু সকাল ১০ টায়
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার
শুক্রবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। তাই এই রমজানকে সামনে রেখে শেয়ারবাজারের লেনদেনের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। পরিবর্তিত সময়ে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে পুজিবাজারের লেনদেন।
বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে নতুন এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ডিএসই ও সিএসইর এক সূত্র জানায়, দুই স্টক এক্সচেঞ্জের কার্যালয় খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ঈদুল ফিতরের ছুটির পর যথারীতি আগের নিয়মে তথা ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
এমএইচ/এসি