ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

কোচ গর্ডন গ্রিনীজকে ক্রিকেটারদের উপহার   

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

জাতীয় ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের আইসিসি ট্রফি বিজয়ী দলের কোচ গর্ডন গ্রিনীজ । ক্রিকেটারদের সাথে দেখা করতে বুধবার বিকেলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যান গর্ডন ।

সেখানে তিনি মাশরাফিদের অনুশীলন দেখেন। কথা বলেন ক্রিকেটারদের সাথে। দিয়েছেন বেশ কিছু মুল্যবান পরামর্শ । একাডেমি মাঠে মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা গর্ডন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

এছাড়া মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের একটি জার্সিও উপহার দেন সাবেক এই কোচকে । গর্ডনের দেওয়া পরামর্শ কাজে লাগবে বলে জানান বাংলাদেশের স্পিন অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

এমএইচ/এসি