ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

গণমাধ্যমে প্রতিবন্ধীদের মর্যাদা হানিকর দৃশ্য প্রচার করা যাবে না 

প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক অক্ষমতা বা দৈহিক আকারকে কটাক্ষ করে বা তাদেরকে নিয়ে হাসি তামাশামূলক  কোনো অনুষ্ঠান ও বিজ্ঞাপন বা সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। গত ১৩ মে জারিকৃত এক পত্রে তথ্য মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

এছাড়াও তাদের মর্যাদা হানিকর দৃশ্য বা বক্তব্য সংবলিত কোনো কিছু প্রচার করতেও নিষেধ করা হয়েছে।

যদি তাদেরকে নিয়ে কোনোভাবে হাসি তামাশা এবং মর্যাদা হানিকর কর্মকান্ড করা হয় তাহলে তা  ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এর অনুচ্ছেদ ৩.৬.৩, ৪.৩.৪ ও ৫.১.৩ এর পরিপন্থী বলে তথ্য মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়। বাসস

এমএইচ/এসি