ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বৈচিত্র্যের ধারাবাহিকতায় শীর্ষে দেশী দশ

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৫ জুন ২০১৬ বুধবার | আপডেট: ১০:৩০ এএম, ১৫ জুন ২০১৬ বুধবার

ঈদ উৎসবে ঋতুভিত্তিক ফ্যাশনে বৈচিত্র্যের ধারাবাহিকতায় শীর্ষে দেশীয় দশ পোশাকের প্রতিষ্ঠান দেশীদশ। শাড়ি, পাঞ্জাবীসহ পছন্দের পোশাকে রয়েছে রং ও কাপড়ের বৈচিত্র্য। সেই সঙ্গে বুনন ও নকশাও বদল হয়েছে ঈদকে সামনে রেখে। ঈদ উৎসব, ঐতিহ্য আর ঋতুবৈচিত্রের বিবেচনায় ভিন্ন ভিন্ন কাপড়ে বুনন ও নকশার আদল পরিবর্তন করেছে দেশীদশ। ব্লক ও প্রিন্টের কাজে যেমন আছে আকর্ষনীয় ঐতিহ্য, তেমনি প্রাধান্য পেয়েছে ফ্লোরাল প্রিন্ট। শতভাগ দেশীয় সুতার কাপড়ে তৈরি বলে কদর বেশী এসব প্রতিষ্ঠানের পোশাকের। মৌলিক নকশা এবং বৈচিত্রময় ফেব্রিক দেশীদশের বিশেষত্ব। পাঞ্জাবী ও শাড়িতে নতুন মাত্রা যোগ করেছে এবার ঈদ আয়োজনে, যা নজর কেড়েছে তরুণ- তরুনীদের। হাতের নাগালে ভালোলাগার গোটা বাজার পাওয়া যায় দেশীদশে। তাই সৌখিন এবং কিছুটা শিল্পমনা ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে বরাবরই। দেশীয় ফ্যাশন, দেশীয় ডিজাইন, দেশীয় পোশাক। সম্মিলিত আয়োজনে দেশীদশ।