ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এক হাজার মণ কেমিক্যালযুক্ত আম ধ্বংস [ভিডিও] 

প্রকাশিত : ১১:১৬ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৮ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

রোজার আগেই রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে অভিযান চালিয়ে এক হাজার মণের বেশি কেমিক্যালযুক্ত আম ও চল্লিশ মণ পচা খেজুর ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।  

এই অপরাধে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রোজা উপলক্ষে বেশি লাভের আশায় ব্যবসায়িরা অপরিপক্ক আম কেমিক্যাল মিশিয়ে পাকানোর পাশাপাশি পচা খেজুর বিক্রি করছে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

রমজান মাস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে ফলের আড়তে অভিযান চালায় র‌্যাব, বিএসটিআই ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কেমিক্যাল দিয়ে পাকানো এক হাজার মণের বেশি আম ধ্বংস করা হয়।

এই অপরাধে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। 

বিএসটিআই বলছে, কেমিক্যাল দিয়ে পাকানো আম মানবদেহের জন্য ক্ষতিকর।

রমজানে সারা মাস জুড়ে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ভিডিও: