ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রূপকথার রাজ্য চালু করা হলো চীনে

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৫ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০৩:০০ পিএম, ১৫ জুন ২০১৬ বুধবার

পৃথিবীর বুকে রূপকথার রাজ্য ডিজনিল্যান্ড। এবার চীনে চালু করা হলো কল্পনার এ রাজ্যের। ডিজনির বিখ্যাত চরিত্রগুলোর নতুন এ আবাসস্থলের নাম দেয়া হয়েছে সাংহাই ডিজনিল্যান্ড। সাংহাইয়ে ৯৬৩ একর জমির ওপর গড়ে উঠছে এ পার্ক। অন্য ৫টি ডিজনিল্যান্ডের মতো সাংহাইয়ের পার্কটিও উদ্বোধনী দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রিসোর্টে রয়েছে উঁচু দুর্গ, নয়নাভিরাম স্থাপনা, বিভিন্ন রাইড ও দুটি হোটেল। ৪২০ ও ৮০০ কক্ষবিশিষ্ট হোটেল দুটি তৈরি করা হয়েছে আলাদা থিম নিয়ে। এছাড়া ডিজনির চরিত্রগুলোর সঙ্গে ঘোরাঘুরি, শপিং ও খাওয়া-দাওয়ার বিস্তর সুযোগতো রয়েছেই।