ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

‘জামিন ছাড়া খালেদা মুক্ত হতে পারবেন না’

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাই তাকে সেগুলো থেকেও জামিন নিতে হবে। সব মামলায় জামিন নেওয়া ছাড়া বিএনপি নেত্রী কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

শুক্রবার সকালে মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, খালেদা জিয়ার অপরাধ অনেক। তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন তিনি। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন বিএনপির এই নেত্রী।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

একে//এসএইচ/