ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ওয়াশরুম ব্যবহারের অবশ্য পালনীয় ১৫ ভদ্রতা  

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

ওয়াশরুম নোংরা ও অন্যের ব্যবহার অযোগ্য রেখেই বেরিয়ে পড়েন অনেকে। এটি অত্যন্ত গর্হিত একটি আচরণ। একটি বাড়ির রান্নাঘর ও বাথরুম থেকে যেমন গৃহিনীর নিপুণতার পরিচয় মেলে, তেমনই একজন মানুষ কীভাবে ওয়াশরুম ব্যবহার করছেন সেটায় মেলে তার রুচি ও ভদ্রতার পরিচয়।

ওয়াশরুম ব্যবহারে কিছুটা নিয়ম মেনে চলতে পারলেই ভদ্রতা বজায় রাখা সম্ভব। তবে চলুন কিছু নিয়ম দেখে নেওয়া যাক-

১) অনেকেই ওয়াশরুম ব্যবহার করার পর ফ্লাশ করতে ভুলে যান কিংবা ফ্লাশ না করেই বের হয়ে যান। এটা মোটেও ঠিক কাজ নয়। অবশ্যই কমোড ভালো করে ফ্ল্যাশ করুন। প্রয়োজনে ২/৩ বার ফ্ল্যাশ করুন। অবশ্য ঢাকনা বন্ধ করে ফ্ল্যাশ করুন।  

২) টয়লেট পেপার ব্যবহার করতে শিখুন। ব্যবহারের পর নোংরা টয়লেট পেপার কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিন বা নির্দিষ্ট ঝুড়িতে ফেলে দিন।

৩) স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার কমোডে ফ্ল্যাশ করতে যাবেন না। টয়লেট পেপার দিয়ে মুড়ে নির্দিষ্ট স্থনে ফেলে দিন।

৪) সমস্ত টয়লেট পেপার একবারে শেষ করে ফেলবেন না। পরবর্তী সময়ে যিনি আসবেন, তার কথা ভেবে খানিকটা রেখে দিন।

৫) ওয়াশরুমের ভিতরে অকারণে পানি ফেলে ভরে ফেলবেন না। চেষ্টা করবেন মেঝেতে যতটা সম্ভব পানি কম ফেলতে। তাছাড়া বেসিন রয়েছে, সেটি ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন, বেসিন খোলা রেখে বের হবেন না।

৬) কমোড ছাড়া অন্য কোনও স্থানে মলমুত্র ত্যাগ করাবেন না। অনেকেই শিশুদের কমোডে না বসিয়ে মেঝেতে মলমুত্র ত্যাগ করায় যা একটি জঘন্য আচরণ।

৭) আপনার জুতোর নোংরা দাগ মেঝেতে পড়লে সেটা পানি ঢেলে পরিষ্কার করে দিন।

৮) বেসিনের কল খোলা রাখবেন না।

৯) মেঝেতে চুল, টিস্যু ইত্যাদি আবর্জনা ফেলবেন না।

১০) টয়লেট সিটে বসার পূর্বে টিস্যু দিয়ে মুছে নিন, আপনার নিজের হাইজিনের খাতিরে।

১১) বেসিনে থুতু, কফ ইত্যাদি ফেললে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে দিন।

১২) প্রয়োজনের অতিরিক্ত ওয়াশরুমে বসে থাকবেন না। সেখানে বসে ফোনে কথা বলা, জোরে জোরে গান গাওয়া হতে বিরত থাকুন।

১৩) ওয়াশরুমে রাখা তোয়ালে দিয়ে অন্য কোন অঙ্গ মুছবেন না এবং হাত মোছা হলে নির্দিষ্ট স্থানে রেখে দিন।

১৪) ওয়াশরুমের দেয়ালে কিছু লেখার চেষ্টা করবেন না।

১৫) অনেক ওয়াশরুমে এয়ার ফ্রেশনার রাখা থাকে। সেক্ষেত্রে বের হওয়ার পূর্বে স্প্রে করে বের হন।

পরিচ্ছন্নতা একটি ব্যক্তিগত ধারণা, এটি আপনার রুচির পরিচায়ক। কেবল সুন্দর পোশাকেই ব্যক্তিত্ব ফুটে ওঠে না, বরং সুন্দর আচরণই ব্যক্তিত্বের একমাত্র পরিচায়ক।

একে//এসি