হ্যারি-মেগানের বিয়েতে প্রযুক্তি চেনাবে অচেনা মুখ
প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
আজ ১৯ মে শনিবার, আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজবধূ হতে যাচ্ছেন মার্কিন তারকা মেগান মার্কেল। যুবরাজ হ্যারির সঙ্গে তার বিয়ের সানাই বাজলো বলে। রাজকীয় বিয়ের সব প্রস্তুতিই সম্পন্ন এরই মধ্যে। আয়োজনের কমতি নেই। তালিকাতে পরিচিত নাম থাকাটাই স্বাভাবিক। তবে অপরিচিত হলেও সমস্যা নেই। কারণ প্রযুক্তির সাহায্যে মুহূর্তেই জানা যাবে তাদের পরিচয়।
রাজকীয় বিয়ের এই অনুষ্ঠানে অতিথিদের পরিচয় জানতে ব্যবহার করা হবে মুখাবয়ব শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) প্রযুক্তি।
বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্কাই নিউজ। সম্প্রচারের সময় ‘হুজ হু লাইভ’ নামের একটি সেবা ব্যবহার করা হবে। আমাজনের ‘রিকগনিশন’ সফটওয়্যার ব্যবহার করে সে সম্প্রচারের সময় অতিথিদের নাম সাবটাইটেল হিসেবে দেখানো হবে।
আজ শনিবার বিকাল পাঁচটায় যুক্তরাজ্যের বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেলে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি দেখা যাবে https://goo.gl/PMvTbt ঠিকানায়।
সূত্র: সিনেট
একে// এআর