ক্রিকেট মাঠে বোমা হামলা: নিহত ৮
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
আফগানিস্তানের জালালাবাদে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে সিরিজ বোমা হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির নানগাহার প্রদেশের পূর্বাঞ্চলে ওই হামলায় আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন।
জানা গেছে, গতকাল রাতে প্রথম রমজান উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। নানগাহার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগাইনি জানিয়েছেন, স্পিংগার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে পরপর ৩টি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছেন ৪৫ দর্শক।
এদিকে বোমা হামলার ঘটনায় নিহত হন টুর্নামেন্টের আয়োজন হেদায়েত উল্লাহ জহির। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে তালেবান যোদ্ধারা আল-জাজিরার কাছে পাঠানো এক বিবৃতিতে দাবি করেছে, তারা ওই হামলার পেছনে দায়ী নয়।
উল্লেখ্য, ১৯৯০ সালে তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে দেশটিতে ক্রিকেটসহ বেশ কয়েকটি খেলা নিষিদ্ধ করা হয়। তখন কাবুলের গাজী স্টেডিয়ামকে কসাইগার হিসেবে ব্যবহার করতো তালেবান সরকার।
সূত্র: আল-জাজিরা
এমজে/