আলি আব্বাসির ‘বর্ডার’ জিতলো কানে সেরা চলচ্চিত্রের পুরস্কার
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার
৭১তম কান চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার আগেই আলি আব্বাসের বর্ডার` জিতে নিলো সেরা চলচ্চিত্রের পুরস্কার। পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে আঁ সার্তেন রিগার্দ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই সিনেমাটি।
ইরানি বংশোদ্ভূত ডেনিশ পরিচালক আলি আব্বাসির প্রথম ছবি ‘শেলি’ ২০১৬ সালে বার্লিন উৎসবে ছিল সবার মুখে মুখে। এবার ‘বর্ডার’ দিয়ে কানে আঁ সার্তেন রিগার্দের বিচারকদের মন কেড়ে নিলেন তিনি। ফলে তার হাতেই উঠলো এ বিভাগের সেরা ছবির পুরস্কার। ‘বর্ডার’ ছবির অভিনেত্রী ইভা মেলান্ডার ‘বর্ডার’ ছবির ব্যাপ্তি ১ ঘণ্টা ৪৮ মিনিট।
এর গল্প সুইডিশ কাস্টমস অফিসার টিনাকে ঘিরে। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে সুইডিশ কথাশিল্পী জন আইবাদে লিনকিচের উপন্যাস অবলম্বনে। আঁ সার্তেন রিগার্দে এবার জমা পড়েছিল ২০০০ ছবি। এর মধ্যে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। মোট ছয়জন পরিচালকের প্রথম ছবি ছিল তালিকায়। এবারের আসরে আঁ সার্তেন রিগার্দে বিচারকদের সভাপতি ছিলেন পুয়ের্তোরিকান-আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো।
তিনিই ঘোষণা করেন সেরা ছবির নাম। এ সময় মঞ্চে আরও ছিলেন- দেল তোরোর নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করা ফিলিস্তিনি পরিচালক আনমারি জাসির, রুশ পরিচালক কান্তেমির বালাগভ, ফরাসি অভিনেত্রী ভিরজিনি লোদোয়া, টেল্লুরাইড চলচ্চিত্র উৎসবের নির্বাহী পরিচালক জুলি হান্টসিঙ্গার।
আগামী ২৩ থেকে ২৯ মে প্যারিসের রপ্লে মেডিসিসে এবারের আঁ সার্তেন রিগার্দ বিভাগে নির্বাচিত ১৮টি ছবির প্রদর্শনী হবে। উৎসবের ব্যাজধারীদের এজন্য টিকিট কাটতে হবে না। আঁ সার্তেন রিগার্দের বিজয়ী তালিকা- সেরা চলচ্চিত্র: বর্ডার (আলি আব্বাসি), সেরা চিত্রনাট্য: সোফিয়া (মরিয়ম বেনেমবারেক), সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল), সেরা পরিচালক: সের্গেই লজনিৎসা (ডনবাস)।
উল্লেখ্য, গত ৮ই মে ফ্র্যান্সের কান শহরে শুরু হয় ৭১তম কান চলচ্চিত্র উৎসব।