প্রাণহানি ঠেকাতে পাহাড়ের পাদদেশে উচ্ছেদ অভিযান [ভিডিও]
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২০ মে ২০১৮ রবিবার
বর্ষায় প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাদদেশে বসকারীদের উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। আকবর শাহ রেলওয়ে কলোনি থেকে সরানো হয়েছে শতাধিক পরিবারকে। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।
পরিবেশ অধিদপ্তরের হিসেবে, চট্টগ্রাম জেলায় ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাদদেশে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। প্রতিবছর বর্ষায় এসব জায়গায় ঘটে প্রাণহানি।
২০১২ সালে আকবর শাহ রেলওয়ে কলোনির এই পাহাড়ে ভয়রাবহ ধস হয়। একের পর এক উচ্ছেদ অভিযানেও ঠেকানো যায়নি বসতি। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আবারো মাঠে নামে প্রশাসন।
লোকজনকে নিরাপদে সরিয়ে নিতেই অভিযান চালানো হয়েছে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জুবাইর আহমেদ।
পাহাড় কাটা বন্ধে প্রভাবশালী মহলকে আইনিভাবে মোকাবিলার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। উচ্ছেদের পর কেউ যাতে ঝুঁকিপূর্ণ বসতিতে ফিরতে না পারে, তা নিয়মিত মনিটরিং করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ভিডিও: