ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাসপাতালে মাহমুদ আব্বাস

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

শারীরিকভাবে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমাদ আব্বাসকে। পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিন সরকারের এক মুখপাত্র। তবে ঠিক কী অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তা জানায়নি ঐ মুখপাত্র।

মাহমুদ আব্বাস অনেক দিন থেকে শারীরিকভাবে অসুস্থ আছেন বলে জানায় ফিলিস্তিনের কয়েকটি গণমাধ্যম। কাতারি ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা জানায়, গত এক সপ্তাহে তৃতীয় বারের মতো হাসপাতালে ভর্তি হতে হয় ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাসকে।

অসুস্থতার কারণে ইসলামিক রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন ওআইসি সামিটেও যোগ দিতে পারেননি মাহমুদ আব্বাস। তুরস্কের ইস্তাম্বুলে হওয়া এবারের সম্মেলনে ফিলিস্তিন ইস্যু বেশ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

গত সপ্তাহের মঙ্গলবার কানে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদ আব্বাস। অস্ত্রোপচার শেষের কয়েক ঘন্টা পর হাসপাতাল থেকে রিলিজও পেয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি।

প্রসঙ্গত, বিগত এক দশক ধরে জটিল শারিরীক অসুস্থতায় ভুগছেন মাহমুদ আব্বাস। অতিরিক্ত ধূমপানে আসক্ত মাহমুদ অনেক দিন থেকেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত।

সূত্র: আল জাজিরা

//এস এইচ এস// টিকে