নয় আঙ্গুল হারিয়েও এভারেস্ট জয়ের চেষ্টা, শেষে মৃত্যু
প্রকাশিত : ০২:৪২ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
চেয়েছিলেন এভারেস্ট জয় করতে। আর তাই বার বার ব্যর্থ হয়ে হাল ছাড়েননি তিনি। এমনকি ৭ বারের চেষ্টায় হারিয়েছেন হাতের আঙ্গুল। এরপরও দমে যাননি। তবে অবশেষে এভারেস্ট জয় তো হলো-ই না বরং মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জাপানি এ তরুণ।
জাপানি ওই তরুণের নাম নবুকাজু কুরিকি(৩৬)। মাত্র এক হাজার ৩৫০ মিটার দূরত্বের জন্য এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারেননি কুরিকি। ৭ হাজার ৪০০ মিটার উপরের বেইস ক্যাম্প-২ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই বেইস ক্যাম্প থেকে ট্যুরিজম বিভাগের কর্মকর্তা জিয়ানড্রা শেরপাস বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপাস রয়টার্সকে জানিয়েছে, ওই বেইস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বর্তমানে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে তিনি জানিয়েছেন, কুরিকি এর আগে ৭ বার এভারেস্টের চূড়ায় পৌঁছার ব্যর্থ চেষ্টা করেছেন। জানা গেছে, ২০১২ সালে কুরিকি এভারেস্টে ৮ হাজার ২৩০ মিটার উপরের একটি বরফের গর্তে পড়ে যান। ওই গর্তের তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। এতে তার হাতের কয়েকটি আঙ্গুলের অঙ্গচ্ছেদ ঘটে।
চলতি বছরই মেসিডোনিয়ার নাগরিক জর্জি পেটকভ (৬৩) এভারেস্ট জয় করতে গিয়ে মারা যান। তবে গত মাসে আবহাওয়া ভালো থাকায় বেশ কয়েকজন এভারেস্ট জয় করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: এনডিটিভি
এমজে/