শূন্য হাতেই ফিরছেন মোস্তাফিজ!
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৩০ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
টাইগার দলের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমান। আইপিএলের গত আসরের আগের আসরে দারুণ পারফরমেন্স দেখিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। প্রথম ছয় ম্যাচের তিনটিতে দারুণ পারফরমেন্স করলেও তিনটিতে বাজে পারফরম্যান্স। এরপরই দল থেকে বাদ পড়লেন। তবে আইপিএলের বাঁচা মরার লড়াইয়ের ম্যাচেও ঝলক দেখাতে ব্যর্থ হন মোস্তাফিজ। আর এতেই দেশে ফেরার টিকিট নিশ্চিত হয় মোস্তাফিজের। তবে এবারের আইপিএলে বাজে পারফরম্যান্সের কারণে শূন্য হাতেই ফিরতে হচ্ছে টাইগার এ বিস্ময়বালককে।
প্লে অফ নিশ্চিত করতে হলে গতকাল দিল্লির বিপক্ষে ম্যাচটি জিততেই হতো মুম্বাইকে। টানা সাত ম্যাচ বসিয়ে রাখা মোস্তাফিজ সুযোগ পেলেন বটে কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। দলও হেরে বিদায় নিল শেষ চারের আগেই। এবারের আইপিএলে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। তবে মোস্তাফিজের এবারের আইপিএলে রেটিং রেটটা আটের উপর, যা মোস্তাফিজের বোলিং ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স।
২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যেখানে তাঁর ইকোনমি ছিল ৬.৯০। এটা ঠিক, ক্যারিয়ারের শুরুতে যেখানেই খেলেছেন দুর্দান্ত বোলিং করেছেন। গত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১টি ম্যাচ, এবার সেখানে ৭টি। ম্যাচসংখ্যায় পার্থক্য থাকলেও একটি জায়গায় বদলায়নি, এবারও ভালো যায়নি মোস্তাফিজের আইপিএল।
এমজে/