ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

বিশ্বকাপ জেতানো গোটশে নেই জার্মান দলে

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। খেলা শেষ হওয়ার আর মিনিট কয়েক বাকি। আর্জেন্টিনা ও জার্মান শিবিরের টাইব্রেকারে যাওয়ার প্রস্তুতি চলছে। এমন সময় লম্বা পাসের এক বল বুকে জড়িয়ে আটকায় মারিও গোটশে। এরপর ডান পায়ের শটে বল গিয়ে জড়ায় আর্জেন্টাইন গোলকিপারের জালকে। এতেই ২০১৪ বিশ্বকাপে জয়ী দলের ত্রাতা হয়ে উঠেন গোটশে। তবে সেই স্মরণীয় বিশ্বকাপ জেতানো গোটশেই নেই এবারের বিশ্বকাপে। বাজে পারফরমেন্সের কারণে দলে জায়গা হয়নি এ ফরোয়ার্ডের।

তবে দলে জায়গা না হলেও দলকে শুভ কামনা জানাতে ভুলেননি গোটশে। টুইটে ২৫ বছর বয়সী গোটশে লিখেন, ‘প্রার্থনা করি জার্মানি যেন বিশ্বকাপ জিততে পারে, বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অবশ্যই খারাপ লাগছে। জাতীয় দলে ফেরার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। দলের প্রতি শুভকামনা রইল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি প্রার্থনা করব।’ চোটে জর্জরিত হওয়ার কারণে এই মৌসুমে বাজে ফর্মে কাটিয়েছেন গোটশে। এতেই দল থেকে ছিটকে পড়েন গোটশে।

সূত্র: গোল ডট কম
এমজে/