ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

ইতালিয়ান ওপেনে অষ্টম শিরোপা জিতে ফের টেনিসের শীর্ষস্থানটি দখলে নিলেন স্পেনিশ তারকা রাফায়েল নাদাল। গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে চোখ বুলিয়ে এমনটিই দেখা গেছে।

টেনিসের র‌্যাঙ্কিংয়ে চোখ বুলিয়ে দেখা যায়, ৮ হাজার ৭৭০ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন স্পেনিশ এ টেনিস তারকা। তার থেকে ১০০ পয়েন্ট কম নিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে আছেন সুইস তারকা রজার ফেদেরার।

ইতালিয়ান ওপেনে দারুণ পারফরম্যান্স দেখিয়ে র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছেন জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভ। তার বর্তমান র‌্যাঙ্কিং পয়েন্ট ৫ হাজার ৬১৫।

এ ছাড়া ক্রোয়েশিয়ার তারকা মরিন সিলিস ৪ হাজার ৯৫০ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের চারে, বুলগেরিয়ার দিমিত্রিভ ৪ হাজার ৮৭০ পয়েন্ট নিয়ে পাঁচে, আর্জেন্টিনার দেল পুর্তো ৪ হাজার ৪৫০ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছেন।

সূত্র: ইএসপিএন
এমজে/