ইতালিয়ান ওপেন জিতে রেকর্ডবুকে নাদাল
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
ইতালিয়ান ওপেনে অষ্টম শিরোপা জিতলেন স্পেনিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। গতবারের চ্যাম্পিয়ন জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভের বিরুদ্ধে অবিস্মরণীয় এক জয় দিয়ে ইতালিয়ান ওপেনে রেকর্ড সংখ্যক শিরোপা জিতলেন স্পেনিশ এ তারকা। এ নিয়ে নাদালের শিরোপার সংখ্যা দাঁড়ালো ৭৮ এ। এ জয়ের মাধ্যমে ম্যাক এনরোকে হারিয়ে চারে উঠে এসেছেন নাদাল।
গত রোববারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল ইতালিয়ান ওপেনের ফাইনাল ম্যাচ। প্রথম সেটে নাদাল সহজে জিতলেও পরের ১১ গেমের ৯টি জিতে ঘুরে দাঁড়ান জভেরেভ এবং দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ এ। বৃষ্টিতে দুইবার স্থগিত হওয়া ম্যাচে এরপর ঘুরে দাঁড়ান নাদাল। শেষ পর্যন্ত ৬-১, ১-৬ এবং ৬-৩ গেমে জভেরেভেকে হারিয়ে জেতেন ইতালিয়ান ওপেনের শিরোপা।
গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে ডোমিনিক থিয়েমের কাছে হারের পর নাদাল শীর্ষস্থান হারান রজার ফেদেরারের কাছে। ক্লে কোর্টের এই মৌসুমে ওটাই ছিল তার একমাত্র হার।
প্যারিসে ১১তম ফরাসি ওপেন শিরোপার জন্য প্রস্তুতিটা দারুণ হলো নাদালের। এনিয়ে ক্লে কোর্টে চারটি প্রতিযোগিতায় তিনটিতে চ্যাম্পিয়ন হলেন তিনি।
সূত্র: বিবিসি
এমজে/