শিক্ষক হত্যাচেষ্টায় আটক ফাহিম, রিমান্ডে থাকাকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৮ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০২:১৮ পিএম, ১৮ জুন ২০১৬ শনিবার
মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রিমান্ডে থাকাকালে তাকে নিয়ে অভিযান চালানোর সময় আজ সকাল ৭টার দিকে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ সুপার সরোয়ার হোসেন টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার সময় গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ঘটনাস্থলেই ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। শুক্রবার তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশ বলছে, ফাহিমকে নিয়ে তারা ঢাকা ও মাদারীপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিলেন। শনিবার সকালে মিয়ারচর এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের গাড়ীতে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ফাহিম নিহত হয়।
বন্দুকযুদ্ধের ঘটনা মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন টেলিফোনে স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি।
এদিকে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী এখনো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।