ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বান্দরবানে বাড়ছে জাইকিউ জাতের আনারসের আবাদ

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ১২:০৪ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার

কম খরচে বেশী লাভ হওয়ায় বান্দরবানের পাহাড়ী জমিতে বাড়ছে জাইকিউ জাতের আনারসের আবাদ। আবহাওয়া অনূকুলে থাকায় চলতি মৌসুমে জেলায় আনারসের বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত আনারস সুস্বাদু ও সাইজে বড় হওয়ায় বাজারে চাহিদাও বেশী। দাম ভালো পাওয়ায় খুশি চাষীরা। চলতি মৌসুমে বান্দরবান সদর, রুমা, থানচি ও রোয়াংছড়িতে ৪ হাজার ৬’শ হেক্টর পাহাড়ী জমিতে আবাদ করা হয়েছে আনারস। এসব এলাকায় জায়েন্ট কিউ এবং হানি কুইন জাতের আনারসের আবাদ বেশি হয়। তবে পাহাড়ী মাটি জায়েন্ট কিউ জাতের জন্য বেশী উপযোগী হওয়ায় এখানে এই জাতের আনারস আবাদ দিন দিন বাড়ছে। কম খরচে লাভ বেশি হওয়ায় খুশী কৃষকেরা। শহরের লাইমী পাড়া, ফারুক পাড়া, গেজমনী পাড়াসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আনারস কিনতে আসছেন পাইকাররা। কৃষি বিভাগ বলছে, উপযুক্ত মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন কৃষকরা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং হিমাগার স্থাপন করা গেলে জুমের পরিবর্তে আনারসসহ অন্যান্য ফসলের চাষ বাড়বে বলে মনে করেন, স্থানীয়রা।