স্কুলের ফি সংগ্রহে স্কলাস্টিকার সঙ্গে ব্র্যাকের চুক্তি
প্রকাশিত : ১০:০৩ পিএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ১০:০৪ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
ছাত্রছাত্রীদের স্কুলের ফি সংগ্রহ করার জন্য স্কলাস্টিকা লিমিটেড এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় উপায়ে স্কলাস্টিকা লিমিটেডের শিক্ষার্থীদের কাছ থেকে ফি সংগ্রহ করবে।
১৬ মে, ২০১৮ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং স্কলাস্টিকা লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর আমির আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টডিয়াল সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন, স্কলাস্টিকা লিমিটেডের জিএম, ফাইন্যান্স ও কোম্পানি সেক্রেটারি মুশফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসি