ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

১৮টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ১০টি বিকল

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:০৯ এএম, ১৯ জুন ২০১৬ রবিবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ১০টি বিকল। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কিডনী রোগীদের। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে নানা অভিযোগ। রংপুরসহ উত্তরাঞ্চলের কিডনী রোগীদের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে কিডনী রোগীদের চিকিৎসার জন্য রয়েছে একটি সর্বাধুনিক ডায়ালাইসিস ইউনিট। কিন্তু সচল মাত্র ৮টি ডায়ালাইসিস মেশিন। ফলে রোগীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সবগুলো এসি নষ্ট। নেই সিলিং ফ্যানও।  ধার করে আনা ফ্যান দিয়ে চলছে মেশিন শীতল করার চেষ্টা। সংশ্লিষ্টরা বলছেন, ৭টি ডায়ালাইসিস মেশিন পুরোপুরি বিকল। ৩টি মনিটর কাজ করছেনা। ডায়ালাইসিস মেশিনগুলো মেরামতে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিডনী রোগীদের চিকিৎসায় ডায়ালাইসিস মেশিনগুলো জরুরী ভিত্তিতে মেরামত করে ব্যবহার উপযোগী করার দাবি ভূক্তভোগীদের।