ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বিশ্ব বাবা দিবস আজ

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫৯ এএম, ১৯ জুন ২০১৬ রবিবার

বিশ্ব বাবা দিবস আজ। বাবার জন্য উৎসর্গিত একটি দিন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র ও গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়নেও রাখেন প্রধান ভূমিকা। কন্যা তানিয়া আমীরও তার ব্যতিক্রম নয়। পিতার মতোই নিজেকে গড়ে তুলেছেন আইনজীবী হিসেবে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাবার ভ’মিকা নিয়ে গর্ববোধ করেন মেয়ে তানিয়া। আর মেয়ের লড়াই আর সাহসের প্রশংসা করেন বাবা আমীর উল ইসলাম। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন তিনি। আর এদিকে তার পরিবারের সদস্যদের বহন করতে হয়েছে অবর্ননীয় দুর্ভোগ। তবে কৈশরের দূরন্তপনা আর সাহস কণ্য তানিয়া আমীরকে করে তুলেছে স্বাধীনচেতা। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের কাজে নেমে পড়েন ব্যারিস্টার আমীর। আর এসবের মাঝে তাঁর জীবনে নেমে আসে সন্তান হারানোর বেদনা। পিতার আদর্শ বুকে ধারণ করে হাসিমুখে দুঃখ আর দুর্ভোগকে বরণ করে নিয়ে ছিলেন কন্যা তানিয়া আমীর। পিতার মতোই নিজেকে আইনজীবী হিসেবে গড়ে তুলেছেন তিনি। সুপ্রিম কোর্টে বহু ঐতিহাসিক মামলায় একসঙ্গে লড়েছেন বাবা আর মেয়ে। এভাবেই মানুষের জন্য মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চান তাঁরা।