পাহাড় কেটে গাছ উজাড় করছে রোহিঙ্গারা [ভিডিও]
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার
কক্সবাজারের উখিয়ায় নতুন করে পাহাড় কেটে গাছ উজাড় করছে রোহিঙ্গারা। বন বিভাগের অনুমতি ছাড়াই আবাসস্থল তৈরি করতে অবাধে পাহাড় কাটছে তারা।
এর ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধসের পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা।
বন বিভাগের হিসেবে, উখিয়ার সাড়ে ৫ হাজার একর বনভূমিতে রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান। বাস্তবে তা ছাড়িয়ে যাচ্ছে, ১০ হাজার একরের ওপরে।
সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে রোহিঙ্গাদের নতুন আবাসন গড়ে তোলা হচ্ছে। বসতি গড়ে তুলতে নতুন বনভূমি দখল করে গাছ উজাড় করা হচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায়ই চলছে এসব কাজ। উখিয়ার কুতুপালং, মধুরছড়া, লম্বাশিয়া, পালংখালী, বালুখালী, তাজনিমার খোলাসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক পাহাড় কেটে বসতি গড়ে তুলছে রোহিঙ্গারা।
৩ হাজার রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কাটার কাজ তদারকিতে আছে আন্তর্জাতিক সংস্থা আইওএমর কর্মীরা। বিষয়টি তত্ত্বাবধান করছেন আইওএম এর সুপার ভাইজার ইমাম শরিফ।
তবে এ বিষয়ে কিছুই জানেনা বন বিভাগ। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আলী কবির জানান, তাদের এবিষয়ে কিছু জানা নেই।
পাহাড় আর গাছ কাটায় জীববৈচিত্র ধ্বংসের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।
ভিডিও: