ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

নতুনভাবে যাত্রা শুরু করলো ‘সহজ’

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

নতুনভাবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো সহজ ডটকম। নতুন লোগো ও স্লোগান উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা আরম্ভ করলো দেশের প্রেক্ষাপটে প্রথম অনলাইনে পরিবহন টিকিট কেনার সুবিধা চালু করা প্রতিষ্ঠান সহজ ডটকম।

গতকাল মঙ্গলবার তথ্য ও প্রযুক্তি বিভাগের মিলনায়তনে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো উন্মোচন করে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন- সহজ ডটকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালিহা মালেক কাদির।

লোগো উন্মোচন শেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “প্রযুক্তির এই যুগে যোগাযোগ ও ছুটে চলা-ই সব। গত চার বছরের- ও অধিক সময় ধরে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ‘সহজ’ সর্বসাধারনের কাছে বিভিন্ন পর্যায়ের টিকেটিং সার্ভিস পৌঁছে দিচ্ছে। খুব অল্প সময়ে দেশের অন্যতম প্রধান জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস হিসেবে ‘সহজ রাইডস’ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি আশা করব, এভাবে অন্যরাও এগিয়ে আসবেন নিজস্ব জায়গা থেকে, কেননা এধরনের উদ্যোগ জীবনটাকে সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের ও সুযোগ তৈরি করে যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে।”

আর তাসকিন আহমেদ বলেন ‘‘জীবনটাকে সহজ করুন’ এই ধারনাকে সামনে রেখে মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে সহজ যে ডিজিটাল সেবা দিচ্ছে তার সঙ্গে এক হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগামীতে সহজের বেশকিছু সমাজ উন্নয়ন ও প্রচারণামূলক কর্মকাণ্ডে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবো, সেই দিনগুলোর জন্যে মুখিয়ে আছি।

 সহজ জানায়, ‘জীবনটাকে সহজ করুন’ এই ধারনাকে সামনে রেখে বাংলাদেশের মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে নতুনভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। তথ্যপ্রযুক্তির বিভিন্ন সার্ভিস যেমন অনলাইনে টিকেটিং থেকে শুরু করে সম্প্রতি চালু করা রাইড শেয়ারিং সার্ভিস এর মত ডিজিটাল সেবা’র সুফল সবার কাছে আরও নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ২০১৪-এ প্রতিষ্ঠিত ‘সহজ’। গতি ও উন্নতি, বিশ্বস্ততা এবং সবার প্রতি সম্মান ও আস্থা প্রকাশ করা হয়েছে ‘সহজের’ নতুন লোগো  এবং চলমান চাকায়।

এই নতুন লোগো উন্মোচন উপলক্ষে সহজ’র ফাউন্ডিং এমডি মালিহা এম কাদির বলেন, “২০১৪ থেকে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনটাকে সহজ করার জন্যে আমরা যেভাবে বিভিন্ন পর্যায়ের সেবামূলক কাজ করছি তার সমন্বয়মূলক বাস্তব প্রতিফলন যেন লোগো থেকে শুরু করে আমাদের কর্ম পরিকল্পনায় সব কিছুতেই থাকে- এটাই ছিল আমাদের নব যাত্রার মূল উদ্দেশ্য।” মালিহা এম কাদির আরও বলেন, “আমাদের মূলবার্তাকে খুব সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের গতি তারকা তাসকিন আহমেদকে আজ থেকে ব্র্যান্ড আম্ব্যাসেডর হিসেবে পাশে পাচ্ছি; আগামীতে দেশের জন্যে আরও ভালো কিছু করা, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখার দৃঢ় আশাবাদ থেকেই আমাদের এই জুটি।”

 

এসএইচএস/ এসএইচ/