ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সেহরী পর্যন্ত খোলা হোটেল রেঁস্তোরা

রয়েছে সেহরী পৌঁছে দেয়ার ব্যবস্থাও (ভিডিও)

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৩ মে ২০১৮ বুধবার

দায়িত্ব পালন কিংবা কর্মের তাগিদে পরিবারের সাথে সেহরী করা হয়না অনেকের। তাদের ভরসা হোটেল কিংবা রেস্টুরেন্ট। আবার স্বাদের ভিন্নতার জন্য বাইরে সেহরী করেন কেউ কেউ।  এসব মানুষের চাহিদা পূরণে রাজধানীর বেশ কিছু এলাকায় সেহরী পর্যন্ত খোলা থাকে হোটেল রেঁস্তোরা। পার্সেলের মাধ্যমে সেহরী পৌঁছে দেয়ার ব্যবস্থাও আছে।

রাতভর ব্যস্ততা থাকে রাজধানীর এমন কয়েকটি এলাকার মধ্যে কমলাপুর অন্যতম।

রমজানে সারারাত খোলা থাকে এখানকার অনেক রেস্টুরেন্ট। রাত দুইটার পর থেকে সেহরী খেতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আসেন এখানে।

ব্যবসাসহ অন্যন্য প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরাই মূলত কমলাপুরের রেস্টুরেন্টগুলোতে আসেন।

রয়েছে আইনশৃংখলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও। মান খুব একটা ভালো না হলেও বাধ্য হয়েই সেহরী করছেন বলে জানালেন এই পুলিশ সদস্য।

তবে এখনো পুরোপুরি জমে উঠেনি ব্যবসা। কয়েকদিন পর মানুষের চাপ আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

পার্সেলের মাধ্যমে বিভিন্ন স্থানে সেহরী পৌঁছে দেয়ার ব্যবস্থাও রয়েছে এখানে।