ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

থাকছে একঝাক তারকা

প্রস্তুতি চলছে আইপিএল সমাপনীর

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৩ মে ২০১৮ বুধবার

শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এরই মধ্যে শেষ হয়েছে আইপিএল ২০১৮-এর প্রথম কোয়ালিফায়ার। এখন প্রতিক্ষা আইপিএল সমাপনীর অনুষ্ঠান। আর সেই আয়োজনকে আরও জমকালো করতে শুরু হয়েছে সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আইপিএলের সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন রণবীর কাপুর। তার সঙ্গে নাচে-গানে আসর মাতাবেন সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো বলিউড তারকারা। যদিও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকার কথা ছিল রণবীর সিংয়ের। আইপিএল শুরুর অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা ছিল তার। যেখানে একটি পারফরমেন্সের জন্য এক কোটি রুপি দাবি করেছিলেন রণবীর। পরে কাঁধের চোটের কারণে অংশ নিতে পারেননি তিনি। কর্তৃপক্ষ তাই কাপুরকে দিয়েই আইপিএলের ইতি টানতে যাচ্ছেন।

আইপিএল সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ‘রণবীর কাপুর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় থাকবেন। সমাপনী অনুষ্ঠানে রেস ৩-এর প্রচারণার জন্য পর্দায় দেখা যাবে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ ও অনিল কাপুরকে। একইভাবে মুক্তির অপেক্ষায় থাকা ‘ভিড়ে ডি ওয়েডিং’ সিনেমার প্রচারের জন্য থাকবেন কারিনা কাপুর খান, সোনম কাপুর ও কে আহুজা। এরইমধ্যে নিজেদের অংশের শুটিং সেরে ফেলছেন বলিউড তারকারা।

এছাড়া অনুষ্ঠানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার ‘সোয়াগ সে সওগাত’ গানের সঙ্গে তাল মেলাবেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার সঙ্গে থাকছেন কার্তিক আরিয়ান। তাকে দেখা যাবে বম ডিগি ডিগি, দিল চোরি ও সোনু কে টিট্টুকি সুইটি সিনেমার গানের সঙ্গে তাল মেলাতে।

এ ছাড়া আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত রোবট ২.০-এর টিজারও মুক্তি দেওয়া হবে সমাপনী অনুষ্ঠানে।

উল্লেখ্য, আগামী ২৭ মে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আইপিএলের সমাপনী অনুষ্ঠান।

সূত্র : টাইমস নাউ

এসএ/