আর্জেন্টাইন শিবিরে ধাক্কা
বিশ্বকাপ থেকে ছিটকে গেল রোমেরো
প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
চোট যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টাইন শিবিরের। এবার বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে আর্জেন্টিনা ভক্তদের জন্য আরেক দুঃসংবাদ হাজির। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গোলরক্ষক সার্জিও রোমেরো। আর এতেই ২০১৮ এর রুশ বিশ্বকাপ শেষ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের এ গোল কিপারকে।
ব্রাজিল বিশ্বকাপে রোমেরোর অসাধারণ গোলকিপিংয় আর মেসির একক নৈপুণ্যেই আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। রোমেরোর পরিবর্তে আর্জেন্টিনা স্কোয়াডে ডাকা হয়েছে গোল কিপার নিহুয়েল গুজম্যানকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোমেরো, তাতে তিনি ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারেনি কোচ সাম্পাওলি।
বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার পোস্টের নিচে দাঁড়িয়েছেন তিনি। ব্রাজিল বিশ্বকাপের সময়ও ম্যানইউর গোলরক্ষক ছিলেন তিনি। বিশ্বকাপে এসে এতটা অসাধারণ হয়ে উঠলেন, যে রোমেরোকে ফাঁকি দিয়ে একবার আর্জেন্টিনার জালে বল জড়াবে- এমন সাধ্য কার! মাত্র ৪টি গোল হজম করেছিলেন তিনি। গ্রুপ পর্বে তিনটি এবং ফাইনালে একটি। অথচ কী দুর্ভাগ্য, হাঁটুর ইনজুরি তাকেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হচ্ছে।
সূত্র: গোল ডট কম
এমজে/