ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচাবে চা পাতা!

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

চা প্রেমীদের জন্য সুখবর। কারণ ক্যান্সারের কোষ নিধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চা পাতা। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছেন গবেষকরা। এই আবিষ্কারে চমকে গেছেন খোদ গবেষকরাই।

জানা গেছে, ফুসফুসে ক্যান্সার এড়াতে অত্যন্ত কার্যকরী চা পাতা। গবেষকদের মতে, চা পাতাতে অতি ক্ষুদ্র এমন কণা থাকে, যা ফুসফুস ক্যান্সারের ৮০% কোষ ধ্বংস করতে পারে। এই কণাগুলো আকারে ১০ ন্যানোমিটারের কাছাকাছি হয়।

ক্যাডমিয়াম সালফেড ও সোডিয়াম সালফেডের সঙ্গে এই কণার মিশ্রণেই সাফল্য দেখছেন গবেষকরা। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কোষে সেই মিশ্রণ ব্যবহারে চমকে গেছেন তারা। ৮০% ক্যান্সার কোষ ধ্বংস হয় এতে। কৃত্রিমভাবেও এই কণা তৈরি করা যায়, কিন্তু তাতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে।

তবে এখনও এই সংক্রান্ত আরও পরীক্ষা বাকি রয়েছে বলে জানাচ্ছেন যুক্তরাজ্যের স্যয়ানসি ইউনিভার্সিটির গবেষকরা। ভবিষ্যতে এই আবিষ্কার সুফল ফলাবে বলেই আশা তাদের।

সূত্র: এই সময়

একে//