ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

খাবারে ভেজাল

কেএফসি ও মেজবানকে জরিমানা [ভিডিও]

প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৯:১৯ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

খাদ্যে ভেজাল মেশানোর দায়ে কেএফসি ও মেজবানের মতো নামকরা কিছু রেস্তোরারাকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকারক রং মেশানোর দায়ে মেজবান রেস্তোরাকে ৪ লাখ এবং অপরিশোধিত পানি দিয়ে রান্না করার জন্য কেএফসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

মানিক শিকদারের রিপোর্ট।

বৃহস্পাতিবারও প্রতিদিনের মতো ভেজাল বিরোধী অভিযানে নামে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত শুরুতেই যায় ধানমন্ডির কেএফসিতে। তাদের চোখেই ধরা পড়ে অপরিশোধিত পানি দিয়ে রান্না হচ্ছে কেএফসিতে। সঙ্গে সঙ্গেই জরিমানা করা হয় ১ লাখ টাকা।

এরপর ভ্রাম্যমান আদালত যায় ধানমন্ডি এলাকার আরো একটি জনপ্রিয় রেস্তোরা মেজবানে। সাজসজ্জায় রঙচঙের কমতি নেই। খাদ্যেও ব্যবহার হচ্ছে বিষাক্ত রঙ।

মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে মেজবানকে জরিমানা করা হয় ৪ লাখ টাকা।

দিনব্যপী অভিযানে এভাবেই বেরিয়ে আসে থলের বেড়াল। এসব দোকানেই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে পঁচা, বাসি ও মানহীন খাবার। কিন্তু ধরা পড়ার পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে গেলেন মালিক-কর্মচারীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, ভেজালবিরোধী অভিযানে আইন শৃংখলা বাহিনী তৎপর। কাউকেই ছাড় দেয়া হবে না।

রমজান মাস শেষ হলেও বছরব্যাপীই অভিযান চলবে বলে জানান তিনি।

ভিডিও:

 টিকে