ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শিক্ষার মান উন্নয়নে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছেঃ শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৭:১৩ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার

শিক্ষার মান উন্নয়নে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । রোববার দুপুরে আন্তজার্তিক মাতৃভাষা ইনন্সিটিউিটে  আইসিটি ল্যাব ও মাল্টি-মিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি । এসময় মন্ত্রী ১৬০টি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের জন্য এবং ৩১০টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ল্যাপটপ বিতরন করেন । প্রতিটি কম্পিউটার ল্যাবে কম্পিউটারের পাশপাশি থাকছে প্রিন্টার, স্ক্যানার,  ইউপিএস, কম্পিউটার চেয়ার-টেবিল, ফটোকপিয়ার, নেটওয়ার্কসামগ্রী ।  আর মাল্টিমিডিয়া ক্লাসরুমে থাকছে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম এবং মডেম । প্রকল্পে মোট ব্যায় পঞ্চান্ন কোটি আটাশি লক্ষ চুহাত্তর হাজার টাকা ।  কম্পিউটার ও ল্যাপটপের ব্র্যান্ড হিসেবে থাকছে ডেল এবং সরবারহকারী প্রতিষ্ঠা হিসেবে কাজ করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বিএমটিএফ ।