ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৩ মৈত্রী সেতু নির্মানে সম্ভাব্যতা যাচাইয়ে চীনের সাথে চুক্তি

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৭:২১ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের, তিন জেলা পটুয়াখালী, বাগেরহাট ও খুলনায় ৯ম, ১০ম ও ১১তম তিনটি মৈত্রী সেতু নির্মানে সম্ভাব্যতা যাচাইয়ে, চীনের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। সচিবালয়ে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ঋণ নয়, বরং এই মৈত্রী সেতুগুলো নির্মানে সরাসরি অর্থায়ন করতে যাচ্ছে চীন। পরে, আরেকটি বৈঠক শেষে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, ঈদে ঘর মুখো মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হলে, পরিবহন মালিকদের শাস্তির আওতায় আনা হবে। শুধু তাই নয়, ঈদের আগে ও পরে ৬ দিন, মহাসড়কে পচনশীল পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।