খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যানের জামিন স্থগিত
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার
চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে, হাইকোর্ট নূর মোহম্মদকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিত করেন। নগর পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তরল কোকেন সন্দেহে গত বছরের ০৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে ২৮ জুন নগরীর বন্দর থানায় খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। র্যাব-৭ গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।