ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সালাহ অনেকটা মেসির মতো: রোনালদো

প্রকাশিত : ১১:৩২ এএম, ২৬ মে ২০১৮ শনিবার | আপডেট: ১১:৩৪ এএম, ২৬ মে ২০১৮ শনিবার

বর্তমান মৌসুমটা জীবনের সেরা মৌসুম হয়েই থাকবে মোহাম্মদ সালাহর জন্য। লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মিশরীয় ফরোয়ার্ড। তার পারফরম্যান্সেই মূলত দলগুলো পেয়েছে সাফল্য।  

আজ শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবেন মিসরীয় এই ফুটবলার। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তবে ফলাফল যাই হোক ফাইনালের আগে একটু আবেগতাড়িত হতেই পারেন সালাহ, আজীবন যাকে আদর্শ মেনে আসছেন সেই তিনি তার প্রশংসায় পঞ্চমুখ! সালাহর খেলার ধরণ অনেকটা মেসির মত বলে মত প্রকাশ করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদো।

ব্রাজিলিয়ান দৈনিক এল পার্তিদাজো দে কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহর প্রশংসা করেন রোনালদো। তিনি বলেন, ‘সালাহকে আমি ভালোবাসি। সে অসাধারণ একজন খেলোয়াড় যার অনেক গুণ রয়েছে। সে অনেকটা মেসির মত। আমি সম্প্রতি তার একটি লেখা পড়েছি যেখানে সে বলেছে, আমি তার অনুপ্রেরণা। কথাটি শুনে সত্যিই খুব খুশি হয়েছিলাম।’

তবে সালাহর প্রশংসা করলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকেই ফেবারিট বলছেন এক সময়ে রিয়ালে খেলা এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘আমার ধারণা রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জিতে নেবে। রিয়াল যদি ফাইনাল ম্যাচটি জিতে যায় তাহলে সেটি তাদের ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা হবে। ইতিহাস হয়ে থাকবে আজীবন। বর্তমান মৌসুমে কিছুটা শঙ্কা ছিল তাদের নিয়ে কিন্তু তারা সেটি উতরে ফাইনালে উঠেছে।’

এসময় বিশ্বকাপ নিয়েও কথা বলেন রোনালদো। ব্রাজিলকে ফেবারিট মানলেও জার্মানিকে নিয়ে ভয় তার। তিনি বলেন, ‘আমার মতে জার্মানিই আমাদের প্রধান শত্রু। তার খুব শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমার বাজি স্পেনের পক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে তারা অসাধারণ খেলেছে।’

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার এখন ইবিজাতে ছুটি কাটাচ্ছে। তাই হয়তো মাঠে গিয়ে ফাইনাল দেখার সৌভাগ্য হবে না তার। তবে ওখানে বসে নিশ্চয় ভাবশিষ্যের খেলা দেখতে ভুল করবেন না ব্রাজিলিয়ান এই সাবেক তারকা।

একে//