পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১৮ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার
ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ে বসবাসকারী এবং অবৈধ দখলদারদের ঈদের পরে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম পাহাড় ব্যবস্থা কমিটি।
একই সাথে পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং এনজিও-সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পাহাড়ের অবৈধ দখলদারদের জেলা প্রশাসনের মাধ্যমে, সিটি করপোরেশনের সহযোগিতায় উচ্ছেদ ও পাহাড় কাটা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।