চট্টগ্রামের বিভিন্ন শপিং মল, বিপনী বিতানগুলোতে জেলা প্রশাসনের মনিটরিং সেলের অভিযান
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৬:২২ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার
ঈদে তৈরী পোষাক ও কাপড়ের বাজার স্থিতিশীল রাখতে আজ সোমবারও চট্টগ্রামের বিভিন্ন শপিং মল, বিপনী বিতানগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মনিটরিং সেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে চেম্বার, ক্যাব নেতারাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন। এসময় জেলা প্রশসানের মনিটরিং সেল কাপড় ও তৈরী পোষক বিক্রতাদের বাড়তি দামে পোষাক বিক্রী না করার জন্যে সর্তক করে দেন। মার্কেটের মাইকে ঘোষনা দিয়ে ব্যবাসয়ীদের পণ্য ক্রয় সংক্রান্ত সকল কাগজ পত্র রাখা এবং বাড়তি মুল্যে পণ্য বিক্রী করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবাসীয়দের জানিয়ে দেয়া হয়।