ইংল্যান্ডের ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জন্মদিন আজ
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২০ জুন ২০১৬ সোমবার
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। আর বর্তমানে নিউ ইয়র্ক সিটির হয়ে খেলছেন এই ইংলিশ মিডফিল্ডার। ১৯৭৮ সালে আজকের এই দিনে লন্ডনের রোমফোর্ড শহরে জন্মগ্রহন করেন তিনি।
পুরো নাম ফ্রাঙ্ক জেমস ল্যাম্পার্ড। তবে, সবার কাছে জেমস নামেই বেমি পরিচিত এই খ্যাতি মান ফুটবলার। ছোট থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। স্কুল জীবনে খেলেন ওয়েস্ট ইংল্যান্ড ক্লাবে। আর ১৯৯৪ সালে প্রথম যুব ক্যারিয়ারে অভিষেক হয় ওয়েস্ট হাম ইউনাইটেডের জার্সিতে।
যুব ক্যারিয়ারে ওয়েস্ট হাম ইউনাইটেডে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়স ভিত্তিক দলেও। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত এই ক্লাবে ম্যাচ খেলেন ১৪৮টি। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন সোয়ানটি সিটি ক্লাবে।
২০০১ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন চেলসি ক্লাবে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০১৪ সাল পর্যন্ত ৪২৯ টি ম্যাচ খেলে গোল করেছেন ১৪৭টি। এরপর খেলেন ম্যানচেস্টার সিটিতে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির হয়ে।
জেমসের খেলা শুরু ক্লাবে পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না। খেলেছেন জাতীয় পর্যায়েও। এই ইংল্যান্ড অনুর্ধ্ব- ২১ দলে। আর ১৯৯৯ থেকে ২০১৪ সালে পর্যন্ত খেলেন ইংল্যান্ডের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ১০৬টি ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি।