‘উদ্ভট উটের পিঠে চলেছে আমার স্বদেশ’
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। এবার তিনি স্বদেশ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ষাট দশকের শেষের দিকটা দেখেছি। সত্তর আর আশির দশকের বাংলাদেশে বড় হয়েছি। সেক্যুলার পরিবেশ পেয়েছি। এখনকার হিজাব বোরকা, টুপি, দাড়ি কালো দাগওয়ালা কপাল মসজিদ মাদ্রাসার যুগ আর আমাদের আগের সেই যুগে আকাশ পাতাল পার্থক্য।
তিনি আরও লেখেন, পাকিস্তানি শাসকের বিরুদ্ধে বাঙালির গণআন্দোলন দেখেছি, একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি, একটি সেক্যুলার রাষ্ট্রের গড়ে ওঠা দেখেছি। যদিও রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, ক্যু ছিল, দুর্ভিক্ষ ছিল, তবু বাংলাদেশের স্বর্ণযুগ ছিল তখনই।
তসলিমা নাসরিন লিখেছেন, এখন দেশ আর দেশ নেই। বর্বর আরবদের বর্বর সংস্কৃতি আমদানি করে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। উদ্ভট উটের পিঠে চলেছে আমার স্বদেশ!
গত কয়েকদিন আগে তিনি ভারতকে নিয়েও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ধর্মের অপব্যবহার নিয়ে নিজের অভিমত তুলে ধরেন।
এসি