ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মালয়েশিয়ার দুটি কোম্পানি কিনল আকিজ গ্রুপ  

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

মালয়েশিয়ার দুটি কোম্পানি কিনেছে আকিজ গ্রুপ। কোম্পানি দুটি হলো- মালয়েশিয়ার মেনটাকাবে অবস্থিত রবিন রিসোর্সেস মালয়েশিয়া এবং এর সহযোগী কোম্পানি রবিন ফ্লোরিং। মালয়েশিয়াতে আকিজ গ্রুপের আকিজ রিসোর্সের মাধ্যমে সম্প্রতি এ প্রতিষ্ঠান ‍দুটি কিনেছে তারা।

এতে জার্মান বিনিয়োগ প্রতিষ্ঠান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তিন কোটি ৮০ লাখ ডলার অর্থায়ন করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১৮ কোটি টাকা।   

বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে কোম্পানি দুটিতে মূলধন হিসাবে দুই কোটি ডলার বা ১৬৪ কোটি টাকা বিনিয়োগ করতে চায় আকিজ গ্রুপ। গ্রীনডেল্টা ক্যাপিটাল এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

দেশে বাড়িঘরের আসবাব তৈরিতে মালয়েশিয়ায় তৈরি এমডিএফ পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়। এমডিএফ বোর্ডের তৈরি আলমারি, খাট, ডাইনিং টেবিলসহ প্রয়োজনীয় আসবাব দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কোম্পানি এখন ওই দেশ থেকে এমডিএফ বোর্ড আমদানি করছে। এ বিষয়টিকে সামনে রেখেই আকিজ কোম্পানি কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্নিষ্টরা। (বিজ্ঞপ্তি)  

এমএইচ/এসি