ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

তিন অভিনেত্রীর সঙ্গে সালমানের রোমান্স  

প্রকাশিত : ১২:০১ এএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:২৬ এএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার

রেস থ্রি-র ট্রেলার এনে ইতিমধ্যেই বাজার গরম করে রেখেছেন বলিউডের ভাইজান সালমান খান। ট্রেলারে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তাতে কি, ভাইয়ের সিনেমা চোখ বন্ধ করে দেখতে যাবেন ভক্তরা। একথা বলা অপেক্ষা রাখে না। তবে এখানেই চমক শেষ হচ্ছে না। এরপরেই তার অসংখ্য ভক্তগণের জন্য ‘ভারত’ নিয়ে আসছেন সালমান। ১৪ বছর পর আবার এক ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে চমকের পর চমক!   

দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘Ode To My Father’ থেকে প্রভাবিত ভারত৷ যেখানে তুলে ধরা হবে ভারতের ইতিহাসকে৷ স্বাধীনতার পরবর্তী সময় অর্থাৎ ১৯৫০ থেকে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি ফুটিয়ে তোলা হবে ছবিটিতে৷ সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, সালমানের এতদিনের ফিল্মি কেরিয়ারে হয়ত সবচেয়ে চ্যালেঞ্জের সিনেমা হতে চলেছে ভারত৷ এই ছবিতে পাঁচবার পরিবর্তন করা হবে তার লুক৷ তুলে ধরা হবে, এক ব্যক্তির ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত জীবন কাহিনি৷ দেখানো হবে চরিত্রের নানান দিক৷

রিলিজ তো দূর, শ্যুটিং শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে ভারত৷ দীর্ঘ দু’বছর বলিউড থেকে দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ হলিউডের কাজে ব্যস্ত তিনি৷ তবে ফিরছেন তিনি, ১৪ বছর পর সালমানের সঙ্গে ভারতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে৷ ইতিমধ্যেই এই নিয়ে রীতিমতো উত্তেজিত সালমান-প্রিয়াঙ্কা ফ্যানরা৷

এরই মধ্যে এসেছে এমন খবর যা ফ্যানেদের আনন্দকে আরও দু’গুণ বাড়িয়ে দেবে৷ জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ভারতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা পাটানি ও ক্যাটরিনা কাইফ৷ সালমানের কিশোর বয়সের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করবেন দিশা এবং যুবক সালমানের দুই গার্লফ্রেন্ড হবেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা৷ চলতি বছরের মাঝামাঝিতে কাজ শুরু হতে চলেছে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির৷ রেস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি রেস-থ্রি নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত সালমান৷ এই ছবি রিলিজের পর সামান্য বিশ্রাম নিয়েই ভারতের কাজ শুরু করবেন তিনি৷

এসি