সালাহর জন্য র্যামোসের প্রার্থনা
প্রকাশিত : ০২:০১ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার
তখন চ্যাম্পিয়নস লিগে ২৬ মিনিটের খেলা চলছে। আক্রমণে লিভারপুল। বল সালাহর পায়ে। এমন সময় সালাহকে আটকাতে তার ডান হাত চেপে ধরেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও র্যামোস। পরক্ষণেই ছিটকে পড়েন সালাহ। মাঠ থেকে বের হয়ে যান দ্রুতই। আশঙ্কা জাগে রাশিয়া বিশ্বকাপে নিজ দলের হয়ে খেলতে পারবেন কি সালাহ?
এর জন্য র্যামোসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফুটবল প্রেমীরা। অনেকেই বলছেন, সালাহকে ইচ্ছে করেই ইনজুরিতে ফেলেন র্যামোস। তবে বিশ্ব যাই বলুক, সালাহর জন্য প্রার্থনা করেছেন মাদ্রিদ অধিনায়ক র্যামোস। এক টুইট বার্তায় র্যামোস বলেন, ফুটবলে ভাল-খারাপ দুই দিকই আছে। সালাহ তুমি দ্রুত সুস্থ হয়ে উঠো। তোমার জন্য মুখিয়ে আছে বিশ্ব।
মিশর জাতীয় দলের ডাক্তার দাবি অবশ্য দাবি করেছেন, বিশ্বকাপে সালাহ-র খেলার সম্ভাবনা উজ্জ্বল। মিশর ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে, সালাহ-র চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আমাদের আশা, রাশিয়ায় চেনা ছন্দেই পাওয়া যাবে সালাহকে।
সূত্র: গার্ডিয়ান
এমজে/