রংপুরে হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন (ভিডিও)
প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:০৬ এএম, ৩০ মে ২০১৮ বুধবার
রংপুরে এবারো হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন হয়েছে। চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। কিন্তু সংরক্ষণের সুব্যবস্থা না থাকায়, নায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা।
সম্পূর্ণ আঁশমুক্ত আর স্বাদে অসাধারণ হাড়িভাঙ্গা। রংপুরের এই আমের সুনাম ও চাহিদা সারা দেশে।
বদরগঞ্জের পদাগঞ্জ ও মিঠাপুকুরের খোড়াগাছসহ অন্য এলাকার লাল মাটিতে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এর বাগান।
এ বছর এক হাজার ৫৬০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। কিন্তু আম হয়েছে আরো বেশি জায়গায়।
কিন্তু সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায়, চাষিদের তা দ্রুত বিক্রি করে দিতে হয়।
আম সংরক্ষণে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সরওয়ার হোসেন।
জৈষ্ঠের শেষে বাজারে আসে রংপুরের হাড়িভাঙ্গা। চলতি মৌসুমে ২০ হাজার মেট্রিকটনের বেশি আম আশা করছে কৃষি বিভাগ।