ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

আফগান শিবিরেও চোটের হানা

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:২৭ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার

চোটের কারণে বাংলাদেশ দলের কাটার বয় আগেই ছিটকে গেছেন আফগানিস্তান সিরিজ থেকে। এবার খবর এলো আফগান পেসার দৌলত জারদান ইনজুরিতে পড়েছেন। আর এতেই বাংলাদেশের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন আফগান এ পেসার।

দুই দেশের ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। আগামী ৩ জুন সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। তবে চোটের কারণে পুরো সিরিজেই জারদানের অনুপস্থিতিতি ভোগাবে আফগানিস্তানকে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, এই সিরিজ খেলতে পারবেন না জারদান। শুধু এই সিরিজ নয় টেস্ট স্ট্যাটাস পাওয়ার নিজেদের প্রথম টেস্টেও ভারতের বিপক্ষে খেলতে পারবেন না জারদান। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নয়দায় অনুশীলনের সময় হাঁটুতে চোট পান জারদান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/